রাজনীতি

মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে জেলা যুবলীগের সেক্রেটারী বিপুলের স্ত্রীর সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার আব্দুল­াহ আল মামুন বিপুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে নির্যাতন করার প্রতিবাদে তার স্ত্রী  বিলকিস পারভীন বেলী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেলে কাউন্সিলর আব্দুল­াহ আল মামুন বিপুলের বাসভবনে লিখিত বক্তব্যে বেলী জানান, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় তার স্বামী আব্দুল্ল­াহ আল মামুন বিপুলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, সত্য ঘটনা উদঘাটনের জন্য সঠিক তদন্ত হোক। তার বিরুদ্ধে অভিযোগ প্রমান হলে আদালত কর্তৃক শান্তি তিনি বহন করবেন। তিনি আরও বলেন, ওই মামলায় পুলিশ একাধিকবার তাকে রিমান্ডে নেয়ার পরও মামলার তদন্তকারী কর্মকর্তা সুনির্দিষ্ট কোন অভিযোন তার বিরুদ্ধে আনতে পারে  নাই। তার পরও পুলিশ বিপুলের বিরুদ্ধে অযাথা মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানায় পৃথক ৩ টি মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানী করছে। বেলী জানান, আগামী ৭ দিনের মধ্যে এসমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে তিনি তার ৫ মাসের শিশু খন্দকার মোঃ হাসান আল বান্না, শ্বাশুড়ী সাহিদা জামান পান্নাকে নিয়ে আমরন অনশন ধর্মঘট করবেন।