বর্তমান পরিপ্রেক্ষিত

মিনি ফুটবল টুর্নামেন্টে ইলেভেন ওয়রিয়ারের জয়

By Meherpur News

August 18, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরি স্পোর্টিং ক্লাব ও ব্রাইট স্টার ক্লাবের যৌথ উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর ইলেভেন ওয়রিয়ার বিজয় লাভ করেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ইলেভেন ওয়রিয়ার ১-০ গোলে মেহেরপুর অল স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শিশির একমাত্র ও জয়সূচক গোলটি করেন।