অন্যান্য

মিষ্টি খাওয়ানোর পরও নাগরিকদের মন পেলেন না পৌর মেয়র ।। সামাজিক সাইটেও নানা মন্তব্য

By মেহেরপুর নিউজ

July 28, 2015

মেহেরপুর নিউজ, ২৮ জুলাই: পৌর নাগরিকদের মিষ্টি খাওয়ানোর পরও তাদের মন পেলেন না পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। অবশেষে কোনো চুড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের নাগরিকদের ট্যাক্স নির্ধারনী সভা শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শুরুর প্রাক্কালে পৌরসভার পক্ষ থেকে উপস্থিত নাগরিকদের মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানান পৌর মেয়র। পরে পৌর মেয়র তার বক্তব্য শুরু করেণ। এক পর্যায়ে সর্বনিম্ম ২৫০ টাকা ট্যাক্স নির্ধারণের ঘোষনা দেয়ার পরপরই নাগরিকদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায়। এ সময় মেয়র মোতাছিম বিল্লাহ মতু বধুবার পৌরসভায় এসে ট্যাক্স জমা দেয়ার আহবান জানিয়ে আলোচনা সভা স্থল ত্যাগ করেণ। আলোচনা সভায় পৌর মেয়রের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।

পৌর নাগরিকদের অনেকেই অভিযোগ করে বলেন, যার বাৎসরিক ট্যাক্স ৫০ টাকা দেন এবছর তাদের ট্যাক্স করা হয়েছে ক্ষেত্র বিশেষ দেড় হাজার থেকে ৫হাজার টাকা পর্যন্ত। এ ঘটনায় পৌর নাগরিকরা ট্যাক্স কমানোর আবেদন করায় মঙ্গলবার এক গনশুনানী অনুষ্ঠিত হয়। তবে মেয়রের সিদ্ধান্ত পৌর নাগরিকরা মানতে পারেনি। এদিকে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ মূলক মন্তব্য করেছেন। কেই বলেছেন পৌর নাগরিকদের মগের মুল্লুক পেয়েছেন পৌর মেয়র। কেউ বলেছেন এবার ভোটে মেয়রকে ব্যালটের মাধ্যমে জবাব দেয়া হবে। ইত্যাদি নানা রকম মন্তব্য এসেছে এ সকল সামাজিক সাইটগুলোতে। ট্যাক্সের বিষয়ে পৌর মেয়র আলোচনা সভায় বলেন, প্রতিদিন ১ টাকা করে ট্যাক্স দিলেও বছরে ৩৬৫ টাকা হয়। সেক্ষেত্রে সর্বনিম্ম ট্যাক্স ২৫০ টাকা দেয়ার কথা বলেন তিনি।