ইতিহাস ও ঐতিহ্য

মুক্তিযুদ্ধের সময়ের মেহেরপুরের অস্ত্র ভান্ডার বিলীনের পথে

By মেহেরপুর নিউজ

August 20, 2021

মেহেরপুর নিউজ:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মেহেরপুরের অস্ত্র ভান্ডার হিসেবে পরিচিত এবং মেহেরপুর আওয়ামী লীগের প্রথম অফিস ঐতিহাসিক মানিক মিয়ার বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে।

মেহেরপুর শহরের জিরো পয়েন্ট হিসেবে পরিচিত হোটেল বাজার মোড় এলাকায় ১৯৫৫ সালের দিকে ইসমাইল হোসেন মানিক মিয়া নির্মাণ করেন তার বাড়িটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই বাড়িতেই মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকিয়ে রাখা হতো। পরবর্তীতে ১৯৭০ সালে মেহেরপুরে আওয়ামী লীগের অফিসে হিসেবেও কিছুদিন ব্যবহার করা হয়েছিল।

পরবর্তীতে দেশ স্বাধীনের পর বাড়িটি দ্বিতল ভবনে উন্নীত করা হয়। ঐতিহাসিক এবং স্মৃতিবিজড়িত বাড়িতে ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। ওইখানে নতুন আঙ্গিকে অট্টালিকা তৈরি করা হবে বলে মরহুম ইসমাইল হোসেন মানিক মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে। মেহেরপুর শহরের প্রধান সড়কের দু’পাশে ঐতিহাসিকভাবে স্মৃতিবিজড়িত যে সমস্ত বিল্ডিং ছিল সেগুলো আস্তে আস্তে স্মৃতির অন্তরালে চলে যাচ্ছে।