বর্তমান পরিপ্রেক্ষিত

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবীতে মেহেরপুরে র‌্যালী,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি

By মেহেরপুর নিউজ

September 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর: সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের  সম্মানী ভাতা কমপক্ষে ৫ হাজার টাকা নির্ধারণ এবং রেশন, বিদ্যুৎ, চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে মেহেরপুরে র‌্যালী,মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের নিকট দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেছে মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি মেহেরপুর জেলা শাখা। আজ সোমবার সকাল সোয়া ১০ টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া ও সহসভাপতি এম.এম আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। মানববন্ধনশেষে মুক্তিযোদ্ধারা মৌন মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।