বর্তমান পরিপ্রেক্ষিত

মুক্তিযোদ্ধার চেতনা ধরে রাজনীতি করতে হবে—- পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

December 06, 2018

মেহেরপুর নিউজ, ০৬ ডিসেম্বর: বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযোদ্ধার চেতনা ধরে রাজনীতি করতে হবে। স্বাধীনতা যুদ্ধের পক্ষ হয়ে দেশের উন্নয়ন কাজে নিজদের দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই ভাল থাকতে চাই।

বৃহস্পতিবার বিকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ কথা গুলি বলেন। তিনি আরও বলেন, গাংনীর মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করছে। আমি সুস্পষ্ঠ কন্ঠে বলতে চাই, বাংলাদেশে আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে চাই। আপনাদের সন্তানের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ আমরা আর পিছনে যেতে চাই না। আমি সেবা দিতে এসেছি। আপনি অন্যায় করবেন না আর অন্যায়ের জন্য কারও আবেদন নিয়ে আসবেন না। জঙ্গিবাদ, সন্ত্রাসের রাজত্ব যে করবে তার বিরুদ্ধে যাবেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো: রুহুল আমিন প্রমূখ।