বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরকে ঘিরে বৃহত্তর কুষ্টিয়ায় পর্যটন প্যাকেজ গড়ার প্রক্রিয়া চলছে … বিভাগীয় কমিশনার

By মেহেরপুর নিউজ

April 15, 2016

মেহেরপুর নিউজ, ১৫ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর, আমঝুপির নিলকুঠি, আটকবর, কুষ্টিয়ার লালনের ছেউরিয়া, শিলাইদহের রবিন্দ্র কুঠি বাড়ি, চুয়াডাঙ্গার কার্পাস ডাঙ্গার নজরুলে আটচালা ঘরকে ঘিরে একটি প্যাকেজ পর্যটন এলাকা ঘোষনা করার প্রক্রিয়া চলছে। শুক্রবার সন্ধ্যায় মুজিবনগর পর্যটন মোটেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এছাড়াও তিনি মুজিবনগর দিবস পালন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স নিয়ে সাংবাদিক কিছু প্রশ্নের উত্তর দেন এবং কিছু প্রশ্ন কৌশলে এড়িয়ে যান। মিট দ্যা প্রেস বক্তব্য রাখেন জেলা প্রশাসক  পরিমল সিংহ। অন্যদের উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) শাহীনুজ্জামান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তোজাম্মেল আযম, রশিদ হাসান খান আলো, মহাসিন আলী, আবু লায়েস লাবলু, মীর সউদ আলী চন্দন, ইয়াদুল মোমিন প্রমুখ।