বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের ইউপি চেয়ারম্যানের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী‘র শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

April 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার দিবাগত রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন রবিজনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।