শামীম আহমেদঃমহাজনপুর প্রতিনিধি :
মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মেসডা (Meherpur Students Development Accociation) এর সহযোগিতায় কোমরপুর পিস এসোসিয়েশন ও প্রত্যাশা সংঘটনের সদস্যবৃন্দরা জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে ও জনগনের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।
প্রত্যাশা সংঘটনের সদস্যবৃন্দরা প্রতিটা মসজিদ,মন্দির,রাস্তা,মুদি দোকান,পুলিশ ক্যাম্প ও পুরো কোমরপুর বাজারে জীবাণুনাশক স্প্রে করে।
এসময় উপস্থিত ছিলেন কোমরপুর পিস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীম রেজা ও প্রত্যাশার প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান এছাড়া উক্ত সংঘটনদ্বয়ের সদস্যবৃন্দ ও মেসডার কিছু সদস্য উপস্থিত ছিলেন।