মেহেরপুর নিউজ:
জ্বর, সর্দি, কাশি নিয়ে এক ব্যক্তির মৃত্যু কে ঘিরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে আতঙ্ক শুরু হয়েছে। সৌদি প্রবাসী মশিউর রহমান নামের ঐ ব্যক্তির মৃত্যুর পর তড়িঘড়ি করে জানাযা ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মসিউর রহমান ময়েজ সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে আসে।
বুধবার রাতে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় তার বাড়িতে সর্দি-জ্বর-কাশি নিয়ে হঠাৎ করে মৃত্যু বরণ করেন। মৃত্যুর ঘটনা জানাজানি হলে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। মেহেরপুর থেকে তার লাশ দ্রুত দারিয়াপুরে নেওয়া হয়।
দারিয়াপুর একাধিক সূত্র জানিয়েছে লাশ দারিয়াপুর নেওয়ার পরে জানানো ছাড়ায় তার দুই ভাইসহ ৫-৬ জন ব্যক্তি দ্রুত দাফন কাজ সম্পন্ন করে। জ্বর,সর্দি কাশি নিয়ে মৃত্যুবরণ করার খবর ছড়িয়ে পড়লে দারিয়াপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এ ব্যাপারে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রবাসী ব্যক্তির যদিও হোমকোরেন্টিনের মেয়াদ শেষ হয়েছে তারপরও বিষয়টি দেখব বলে তিনি জানান।