অন্যান্য

মুজিবনগরের দারিয়াপুর ইউপি সদস্য কাইজার আলীর বিরুদ্ধে টি আর প্রকল্পের অর্থ আত্বসাতের মামলা

By মেহেরপুর নিউজ

July 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই: মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সদস্য কাইজার আলীর বিরুদ্ধে টি আর প্রকল্পের কাজ না করে অর্থ আত্বসাতের অভিযোগে মামলা দায়ের হলেও পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

জানা গেছে, গ্রামীণ অবকাঠমো রক্ষনাবেক্ষন (টি আর) কর্মসুচির আওতায় ২০১২-১৩ অর্থ বছরে গোপিনাথপুর কমিউনিটি ক্লিনিকের আসবাবপত্র ক্রয় বাবদ ৩ মেঃটন চাউল বরাদ্দ দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী ৭ দিনের মধ্যে ঐ কাজ সম্পন্ন করে যথাযত কতৃপক্ষের কাছে ভাউচার ও মাস্টার রোল জমা দেওয়ার কথা। কিন্তু ইউপি সদস্য কাইজার আলী নামমাত্র ১ মেঃটন চাউলের কাজ শেষ করে বাকি ২ মেঃ টন চাউল আত্বসাত করে। গ্রামীন অবকাঠমো রক্ষনাবেক্ষন (টি আর) কর্মসুচির আওতায় কর্মসুচি প্রকল্প গ্রহণ বাস্তবায়ন পরিবীক্ষণ পরিপত্র ২০১২/১৩ এর ১৬ অনুচ্ছেদ মোতাবেক প্রকল্প শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কথা।

কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে যাবার পর তদন্ত শেষে গত বছর ৩০ সেপ্টেম্বর তারিখে মোট ১ লক্ষ ৩৫ হাজার ২ শ ২০টাকা সরকারী ঘরে জমা না দেওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে মামলা সংক্রান্ত কাগজ পত্র মুজিবনগর থানায় পৌছালেও পুলিশ কাইজার আলীকে অদ্যবধি আটক করতে পারেনি। শুরু হয়েছে।