আইন-আদালত

মুজিবনগরের ন্যায় সদরেও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে — পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

April 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল: মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন জনগন যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। আপনারা যদি মনে করেন ওপেন ভোট দিব বা নির্বাচনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করব তবে ভুল করবেন। এসপি বলেন, যারা মানুষের মন জয় করতে পারব তারা বিজয়ের হাসি হাসতে এটাই সত্যি কথা। কোনো প্রতিবন্ধকতা নয়।

ফেয়ার নির্বাচনের জন্য যা কিছু করা প্রয়োজন পুলিশ প্রশাসন সেই ব্যবস্থায় করবে। কোনো গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, আমরা মুজিবনগরে কথা দিয়েছিলাম নির্বাচন ফেয়ার করার জন্য, সেখানে আমরা কথা রেখেছি। একই ভাবে জেলার সদরেও ফেয়ার নির্বাচন করার জন্য পুলিশ কাজ করবে। পুলিশ সুপার হামিদুল আলম বুধবার দুপুরে সদর থানার উদ্যোগে সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে

এ কথাগুলো বলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, রিটার্নিং অফিসার কবির উদ্দিন, আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী মাষ্টার, শহিদুল আলম, আব্দুল মালেক মোল্লা, সালেহ আল আজিজ টনিক, সদস্য প্রার্থী আবু তালেব মোল্লা, ইউনুস আলী, ওহিদুর রহমান ডাবলু, আকতার হোসেন, মোস্তাক রাজা, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন, তরিকুল ইসলাম, বেলী খাতুন, রাহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই আহসান আলী।