জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম থেকে ভারতীয় জামার পিস উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

April 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের রাস্তা থেকে ২ হাজার ২৯৯ মিটার ভারতীয় জামার কাপড়(শার্ট পিস) উদ্ধার করেছে দারিয়াপুর ক্যাম্প বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া ভারতীয় পিস কাপড়ের আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকার মতন বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

শনিবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবি টহল দল একই উপজেলার পুরন্দরপুর গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবি’র অবস্থান টের পেয়ে চোরাচালানিরা সড়কের পাশের শার্ট পিসের বস্তা গুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ভারতীয় শার্ট পিস উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। তবে এঘটনায় জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি।