বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বাগোয়ান ইউপি‘র সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 30, 2023

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, লুক হরেন্দ্র বিশ্বাস, কুতুব উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক, মি: সিবাস্তিন মল্লিক, আব্দুর রকিব, রফিকুল ইসলাম, ওমর আলী, আফরোজা খাতুন ও মাবিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর উজ্জল হোসেন। উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গবৃন্দ।