বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরন

By মেহেরপুর নিউজ

July 03, 2023

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পক্ষ থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার বিকেলের দিকে মুজিবনগর অডিটরিয়মে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফাহাদ হোসেনের পত্নী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন।

এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথসোভা মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন