অন্যান্য

মুজিবনগরের ভৈরব নদে মাছের অভয়াশ্রমের কার্যক্রম উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 13, 2015

মেহেরপুর নিউজ,১৩ সেপ্টেম্বর: দেশী প্রজাতির মাছ (কাট মাছ) সংরক্ষন করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর সংলগ্ন ভৈরব নদে ৫ একর জলার নিয়ে জেলার ২য় মৎস অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক মোা: শফিকুল ইসলাম ১০ মন দেশী মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে জেলার ২য় মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করেণ। এ সময় জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেন, মেহেরপুর জেলায় দেশী প্রজাতির মাছ যে গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষন ও সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগীতায় মৎস্য অফিস এ মহৎ উদোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, জেলায় দেশী মাছের চাহিদা পূরণে এ ধরণের অভয়াশ্রম অত্যাবশকীয় । রসিকপুরে মাছের অভয়াশ্রমের মাধ্যমে জেলায় ২টি অভয়াশ্রম কার্যক্রম শুরু হলো।

উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হক, বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অভয়াশ্রমের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল বলেন, অভয়াশ্রম ছাড়া দেশী প্রজাতির মাছ (কাট মাছ) সংরক্ষনের বিকল্প কিছু নেই। জেলা প্রশাসকের সহযোগীতায় এ বছর প্রথম মেহেরপুর জেলায় ৩টি অভয়াশ্রম কার্যত্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করি। তিনি বলেন, ১৩ আগষ্ট আমরা গাংনীর মরানদীতে ১ম অভয়াশ্রমের কাজ শুরু করি। এর পর মুজিবনগরের রসিকপুরে আজ ( রবিবার) ২য় টি এবং আগামীকাল সোমবার বিকালে সদরের উপজেলার চাঁদবিলে ৩য় অভয়াশ্রমের কার্যক্রম শুরু করা হবে।