জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগরের মাঝেরপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

By মেহেরপুর নিউজ

May 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ মে মেহেরপুরের মুজিবনগর সীমান্তের সোনাপুর মাঝপাড়া ১০৬ নং আন্তর্জাতিক পিলারের নিকট থেকে শরিফুল ইসলাম নামের এক জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসফ) এর সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৯টার সময় মাঝপাড়া সীমান্তের ১০৬ নং মেইন পিলারের নিকট ক্ষেতে কাজ করার সময় হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। শরিফুল মাঝের পাড়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যটালিয়ন কমান্ডার এস এম মনিরুজ্জামান জানান, ১০৬ নং সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশী চুরি করে গাছ কাটতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া থেয়ে অন্যরা পালিয়ে আসলেও শরিফুল বিএসএফ হাতে ধরা খায়। এ খবর পেয়ে হৃদয়পুর বিএসএফ ক্যাম্পকে পতাকা বৈঠকের আমন্ত্রন জানিয়ে চিঠি দেয়া হয়েছে।