ব্যবসা ও বানিজ্য

মুজিবনগরের মোনাখালিতে এক কাঁচামাল ব্যবসায়ী অপহৃত

By মেহেরপুর নিউজ

November 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ নভেম্বর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবু হোসেন  ২৪ ঘন্টা যাবৎ নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জেলার সকল স্থানে তাকে খোঁজে ফিরেও তার কোন সনদ্ধান পায়নি।

পরিবারের ধারণা কে বা কারা সুকৌশলে তাকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরন করে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং-৬১৯,তারিখ:১৯-১১-১০।

মুজিবনগর থানার ওসি বলেন,আমরা ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরছি তাকে উদ্ধার করা সম্ভব হয়ে উঠবে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মোনাখালি গ্রামে ডাকাতির ঘটনার পরপরই আজিমর্দ্দিনের ছেলে আবু হোসেন প্রকৃতির ডাকে সাড়া দেয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে অদ্যবধি আর বাড়ি ফিরে আসিনি। অনেক অপেক্ষার পর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে।