মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে দেবর পিটিয়ে রক্তাত্ত জখম করেছে রহিমা (৩৮) কে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে দায়িত্বরত ডাক্তার জানান, আহত রহিমার অবস্থা আশংকা জনক। জানাগেছে, মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আতাব এর স্ত্রী রহিমা দুপুরে গ্রামের পুকুরে গোসল করতে গেলে দেবরের স্ত্রী জাহান্নারা সাথে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে দেবর আলীহিম বিকালে বড় ভাই আতাবের বাড়িতে এসে ভাবি রহিমা কে বেদরক মারপিট করে ।এ সময় প্রতিবেশিরা রহিমা কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।