ব্যবসা ও বানিজ্য

মুজিবনগরের সোনাপুর সীমান্তের বাংলাদেশ ভূখন্ডে ৩৩ টি গরু ও ১১ টি মহিষ সহ এক ভারতীয় গরু ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ আগস্ট: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাংলাদেশের সোনাপুর সীমান্ত দিয়ে ৩৩ টি গরু ও ১১ টি মহিষ সহ অবৈধভাবে বাংলাদেশে ভূখন্ডে প্রবেশ করার অপরাধে সিরাজুল ইসলাম নামের এক ভারতীয় গরু ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর উপজেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স। বাংলাদেশের ভূখন্ডে গরু ও মহিষ সহ অবৈধ অনুপ্রবেশের অপরাধে মুজিবনগর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুজিবনগর থানার ওসি জানান,আটক ভারতীয় নাগরিককে আজ আদালতে হাজির করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটির সভাপতি ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেনের নেতৃত্বে একটি টিম সোনাপুর সীমান্তে অভিযান চালায়। টাস্কফোর্স টিম সোনাপুর সীমান্ত থেকে ৩৩ টি গরু ও ১১ টি মহিষ সহ অবৈধভাবে বাংলাদেশে ভূখন্ডে প্রবেশ করার অপরাধে ভারতের নদীয়া জেলার নাকাসিয়পাড়ার পেটুভাংগা গ্রামের নিজামদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম নামের এক ভারতীয় গরু ব্যবসায়ীকে আটক করে। পরে তাকে মুজিবনগর থানা পুলিশের কাছে সোর্পদ করে টাস্কফোর্স।