আইন-আদালত

মুজিবনগরের স্বরসতি খালের অবৈধ বাধ অপসারণ

By মেহেরপুর নিউজ

August 11, 2015

মেহেরপুর নিউজ,১১ আগষ্ট:

মেহেরপুরের মুজিবনগরের স্বরসতি খালের অবৈধ বাধ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মন্ডল এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় খালের ৮ টি বাধ অপনারণ ও দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অরুণ কুমার মন্ডল জানান, ভারত থেকে বয়ে আসা মুজিবনগর উপজেলার মানিকনগর, নাজিরাকোনা, ভবেরপাড়া ও বাগোয়ান গ্রামের উপর দিয়ে স্বরসতি খালটি বয়ে গিয়ে ভৈরব নদীতে মিলিত হয়েছে। বেশ কিছু দিন ধরে দখলদাররা নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ চাষ করে আসছে। এতে ভাঙনের কবলে পড়েছে খালের দুপাড়। ফলে দুপুর থেকে অবৈধ বাধ অপসারনের লক্ষে এ খালে অভিযান চালানো হয় বলে তিনি জানান। তিনি আরো জানান, মানিকনগর, নাজিরাকোনা ও ভবের পাড়ার কিছু অংশে ৮ টি বাধ অপসারণ করা হয়। জব্দ করা হয় দেড় হাজার মিটার কারেন্ট জাল। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। আগামীকাল ঐ খালের ভবের পাড়ার কিছু অংশ ও বাগোয়ান গ্রামের বাধ অপসারনকরা হবে। ভ্রম্যমান আদালতে অংশ নেয় মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও এস.আই টিপু সুলতান।