বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে অগ্নিকাণ্ডে গাভীর মৃত্যু, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

By Meherpur News

July 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গাভী পুড়ে মারা গেছে এবং আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া এলাকার আজাদ আলীর ছেলে কাওসার আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার আলী রাতে তার গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে বাঁধা অবস্থায় থাকা একটি গাভী পুড়ে মারা যায়। পাশাপাশি গোয়াল ঘর ও রান্নাঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগী কাওসার আলী।