বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে অপহৃত যুবতীকে উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

May 03, 2018

মেহেরপুর নিউজ, ০৩ মে: মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের খুশি খাতুন অপহরন মামলার পর মুজিবনগর থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেছে। ডাক্তারী পরীক্ষার পর আদালতের নির্দেশে খুশিয়ারা’কে তার পিতা মাতার জিম্মায় দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার খুশিকে তার পিতার জিম্মায় দেওয়া হয়। জানা গেছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের সার্থক আলী গত ২ মে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন আদালতে লিখিত অভিযোগ করেন যে গত ২৪ মে তার মেয়ে খুশি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার রবিউল ইসলামের ছেলে উজ্জল হোসেন আলিফ এর নেতৃত্বে কয়েকজন যুবক অপহরন করে নিয়ে গেছে। এ ঘটনায় গত বুধবার আদালত মুজিবনগর থানায় মামলা এন্ট্রি করা সহ ভিকটিম’কে উদ্ধার করার নির্দেশ দেন। মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা নথিভূক্ত করেন। যার মামলা নং-২১। এদিকে মামলা রেকর্ড হওয়ার পর মুজিবনগর থানার ও.সি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সকালে অলিফ এর বাড়ি থেকে খুশিকে উদ্ধার করার পর আদালতে নির্দেশে ডাক্তারী পরীক্ষা করানোর পর বিকালে অতিরিক্ত জজ আদালতে নেওয়া হয়। অতিরিক্ত জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম তাকে তার পিতা মাতার জিম্মায় রাখার নির্দেশ দিলে পুলিশ খুশিকে তার পিতা মাতার জিম্মায় দিয়ে দেন।