কৃষি সমাচার

মুজিবনগরে অর্থ বছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 28, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে ২০২১-২২ অর্থ বছরে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেনকৃষি প্রণোদনা কর্মসূচি আনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান বায়েজিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক (ডিএই) স্বপন কুমার খাঁ ।

এ সময় ২০২১-২২ অর্থ বছরে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫৫০ জন চাষীর মাঝে ৫ কেজি উফশী আউশ ধান বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।