বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে আইবিডব্লিউএফ-এর দ্বি-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

By Meherpur News

July 05, 2025

মেহেরপুর নিউজ:

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে মুজিবনগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মো. সেলিম হোসেন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ মেহেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা তাজ উদ্দিন খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ যশোর-কুষ্টিয়া জোনের জোন সেক্রেটারি নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. আল আমিন বকুল এবং আইবিডব্লিউএফ মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলাম।

সম্মেলন শেষে মো. সেলিম হোসেন খানকে সভাপতি এবং আসিফ আল-মোনায়েমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।