কৃষি সমাচার

মুজিবনগরে আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রন্তিক চাষিদের বিনা মূল্যে সার বিতরন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন :

মেহেরপুর মুজিবনগর উপজেলা কৃষি স¤প্রসারন বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার  মুজিবনগর  উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১০-২০১১ মৌসুমে আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রন্তিক চাষিদের বিনা মূল্যে রাসায়নিক সার বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বিতরনের উদ্বোধন করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমানের সভাপতিত্বে সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার শামীম কিবরিয়া, মৎস্য অফিসার হামিদুর রহমান। অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার ৯শ’ ৮৫ জন চাষির মধ্যে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি পটাশ ও ১০ কেজি করে ফসফেট প্রদান করা হয়।