বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

July 12, 2025

মেহেরপুর নিউজঃ

আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং কুদরত-ই-খুদা ল্যাব ও ক্লিনিকের সহযোগিতায় মুজিবনগর উপজেলা শাখার আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মুজিবনগর জিনিয়াস স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্বাস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা উপদেষ্টা শাফায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদরত-ই-খুদা ক্লিনিকের চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, ক্রীড়া সম্পাদক আসমাউল হক বিল্টু, দপ্তর সম্পাদক আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন: জাহিদুজ্জামান, আবুল বাশার, শামীম, সেলিম রেজা, সাজ্জাদ হোসেন, রিফাতুল্লাহ, লাল্টু, আনসার আলী, সফিকুল ইসলাম, হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম।

সভা শেষে শাফায়েত হোসেন-কে সভাপতি এবং হুমায়ুন কবির-কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: শফিকুল ইসলাম, সহ-সভাপতি: জালাল উদ্দিন, আনসার আলী, আরজ আলী, সুরুজ আলী, যুগ্ম সম্পাদক: বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক: সেলিম রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক: সাদিক হোসেন, কোষাধক্ষ: লালটু মিয়া, তথ্যপ্রযুক্তি সম্পাদক: শাহাদাত হোসেন,ক্রীড়া সম্পাদক: শামীম শিশির, ধর্ম বিষয়ক সম্পাদক: হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক: তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক: নুরুজ্জামান, প্রচার সম্পাদক: নাজমুল হাসান, পরিকল্পনা সম্পাদক: জুয়েল রানা, ত্রাণ ও বস্ত্র সম্পাদক: মিঠুন মিয়া, দপ্তর সম্পাদক: সামিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: আশরাফুল ইসলাম, মহিলা সম্পাদিকা: মর্জিনা খাতুন, পরিবার পরিকল্পনা সম্পাদিকা: আফরোজা খাতুন।

নির্বাহী সদস্যরা: নুরুন্নবী, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, রনি মিয়া, সেলিম, ফিরোজ আহমেদ, মুক্তি শেখ, ইনজামামুল হক, আজিজুল ইসলাম।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান কামরুল হাসান চাঁদু, রেফাত উল্লাহ, আব্দুস সালাম, লুৎফর রহমান, সুভাষ, রোকনুজ্জামান ও আনোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।