রাজনীতি

মুজিবনগরে আ.লীগ প্রার্থীসহ জামানাত খোয়ালেন ৭ চেয়ারম্যান প্রার্থী

By মেহেরপুর নিউজ

April 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ এপ্রিল: গত ৩১ মার্চ অনুষ্ঠিত ২য় ধাপে মুজিবনগরের ৪টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দারিয়াপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাড. কলিম উদ্দিনসহ জামানত খোয়ালেন ৭ চেয়ারম্যান প্রার্থী। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় প্রার্থীরা জামানত হারিয়েছেন। জামানত হারানো বাকী প্রার্থীরা হলেন: দারিয়াপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাশেম আলী, বিএনপির বিদ্রোহী আসাদুল হক, জাতীয় পার্টি (মঞ্জু) মওলাদ হোসেন, মহাজনপুর ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী শেখ মিসকিন ,বিএনপির বিদ্রোহী তোফাজ্জেল হোসেন এবং মোনাখালী ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে ১৪ হাজার ৯৪৭ ভোটের পোল হয়েছে ১২ হাজার ৬৪৮টি। এ ইউনিয়নে আ.লীগ প্রার্থী অ্যাড. কলিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ১৯৪ ভোট ,বিএনপির বিদ্রোহী আসাদুল হক পেয়েছেন ২০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাশেম আলী পেয়েছেন ৯৪৫ ভোট, জাতীয় পার্টি (মঞ্জু) মওলাদ হোসেন পেয়েছেন ৬৮ ভোট। মোনাখালী ইউনিয়নে ১৫ হাজার ১৬২টি ভোটের মধ্যে পোল হয়েছে ১৩ হাজার ৩৬৬টি। এখানে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম ভোটে পেয়েছেন ১১০০ ভোট। মহাজনপুর ইউনিয়নে ১৪ হাজার ৪৮৮টি ভোটের মধ্যে পোল হয়েছে ১২ হাজার ৬৭১টি। এখানে আ.লীগের বিদ্রোগী প্রার্থী শেখ মিসকিন পেয়েছেন ৯৭ ভোট এবং বিএনপির বিদ্রোহী তোফাজ্জেল হোসেন পেয়েছেন ৬৬ ভোট । তিন ইউনিয়নের ওই ৭ চেয়ারম্যান প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি। জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান বলেন, ইউনিয়নে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও যে সকল প্রার্থীরা পাননি বিধি অনুযায়ী সে সকল চেয়ারম্যান প্রার্থীদের জামানত বাতিল হবে। এক্ষেত্রে মুজিবগরের ৪টি ইউনিয়নে এক আ.লীগ প্রার্থীসহ ৭ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাতিল হয়েছে।