বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইউএনও’র গাড়ি চালককে মারধর, এএসআই ক্লোজড

By মেহেরপুর নিউজ

May 06, 2018

মেহেরপুর নিউজ, ০৬ মে: মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক বেলাল হোসেনকে মারধর করায় মুজিবনগর থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আশরাফ আলীকে ক্লোজড করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে মুজিবনগর থানায় সহকারি কমিশনার মেজবাহ উদ্দিন ইউএনও’র গাড়িতে করে প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে এক এএসআই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ ঘটনায় এএসআই আশরাফ আলী ইউএনও’র গাড়ি চালক বেলালকে মারধর করলে দুপুরে মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মনিরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনার সময় এইসএসসি পরী¶ার প্রশ্নপত্র থানায় থেকে নিয়ে ফেরার সময় এএসআই আলাউদ্দীনের মটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় আমি নিজে গাড়ি থেকে নেমে এএসআই আলাউদ্দিনের কাছে দু:খ প্রকাশ করি। আলাউদ্দিনের সাথে কথা চলাকালীন সময়ে আমার সামনেই এএসআই আশরাফ আলী পেছন থেকে এসে চালক বেলালকে চড় থাপ্পড় মারতে শুরু করে। বিষয়টি আমার কাছে খুবই অপমানজনক বলে মনে হয়েছে। পরে বিষয়টি আমি ইউএনও স্যারকে জানালে তিনি জেলা প্রশাসক স্যারকে জানান। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার জানান, জেলা প্রশাসককে ঘটনাটি জানালে তিনি পুলিশ সুপারের সাথে কথা বলেন। পুলিশ সুপার এএসআই আশরাফ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন। শুনেছি তাকে ক্লোজড করা হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে প্রশ্নপত্র নেওয়ার সময় নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সুপার স্যার এএসআই আশরাফকে আলীকে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দিলে তাকে সেখানে পাঠানো হয়েছে।