মুজিবনগর অফিস, ১২ জুন:
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারনাহিদা আক্তার বলেছেন, আমি যতদিন মুজিবনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে চাকরী করেছি ততদিন চেষ্টা করেছি মুজিবনগরের উন্নয়ন করা। সাধারন জনগনের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। তাছাড়া উপজেলার সকল অফিসারদের সাথে একসাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করে গেছি।
বুধবার বিকালে অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মুজিবনগরে বিগত ২ বছর চাকরী জীবনের সকল কার্যক্রম ও কাটানো সময়গুলো নিয়ে অফিসারদের সামনে নিজের অনুভূতি প্রকাশ করেন বিদায়ী মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
তিনি আরো বলেন, এই উপজেলায় আমার ২ বছর চাকরী জীবনে সকল অফিসারদের কাছ থেকে আমি সর্বান্তক সহোযোগীতা পেয়েছি। সকল অফিসার বৃন্দের কাছে আমি কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান। উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সনচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।