রাজনীতি

মুজিবনগরে ইউনিয়ন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

March 30, 2016

মেহেরপুর নিউজ,৩০ মার্চ: ৩১ মার্চ ২য় ধাপে মেহেরপুরের মুজিবগনর উ্পজেলার ৪টি ইউনিয়ন নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। বুধবার দুপুর ১২ টার দিকে এ উপলক্ষ্যে চারটি ইউনিয়নের ৪০ টি কেন্দ্রে ভোটগ্রহণের লক্ষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি,সিলসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মুজিবগনর উপজেলা নির্বাচন অফিসার ও (মহাজনপুর ও বাগোয়ান ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত) রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাদি এবং (মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত) রির্টানিং কর্মকর্তা ডা. নুর আলম স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান , মুজিবগর থানার ওসি কাজী কামাল হোসেন উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১০ জন অস্ত্রধারীসহ ২৭ জন নিরাপত্তাকর্মী রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে ষ্ট্রাইকিং ফোর্স দায়িত্বপালন করবে। মোবাইল টিম থাকবে ২০টি। এছাড়া ৪টি ইউনিয়নে ২প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৭৩ হাজার ৭৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । এর মধ্যে পুরুষ ভোটার আছেন ৩৬ হাজার ২১৫ এবং মহিলা ভোটার ৩৭ হাজার ৫৩১ । নির্বাচনে বিএনপি ৪জন , আ.লীগ দলীয় ৪জন, জামায়াত দলীয় (স্বতন্ত্র) ৩জন, , জাতীয় পার্টি( মঞ্জু) ১ জন, আ.লীগের বিদ্রোহী ৪জন, বিএনপির বিদ্রোহী ২ জন এবং স্বতন্ত্রভাবে ১ জন নিয়ে মোট ১৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।