রাজনীতি

মুজিবনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন।। মহাজনপুর ইউনিয়নে দু’ প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ লড়াই হবে

By মেহেরপুর নিউজ

May 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০মে: আগামী ৫ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় ছবি সম্বলিত পোস্টার লাগাচ্ছেন আর বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে ফিরছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রতি আর চাইছেন দোয়া। ৬ টি গ্রাম নিয়ে গঠিত বাগোয়ান ইউনিয়ন। সর্বশেষ গননায় ওই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৫২২ জন। এর মধ্যে ৬ হাজার ১০৩ জন পুর“ষ ও ৬ হাজার ৪১৯ জন মহিলা ভোটার রয়েছেন। নির্বাচনে মহাজরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং ওয়ার্ড সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ইউনিয়নে ২ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনিত প্রার্থী হলেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা (গরুর গাড়ি) এবং

আওয়ামীলীগের প্রার্থী হলেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু (আনারস)। নির্বাচনের চেয়ারম্যান পদের ২ প্রার্থীর মধ্যে আমাম হোসেন মিলু গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে আহসান হাবিব সোনার বড় ভাবী মনোয়ারা বাবলুর কাছে পরাজিত হন। এবার মনোয়ারা বাবলু নির্বাচনের প্রার্থী না হওয়ায় তার দেবর জেলা মোটর শ্রমিক ইউরিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা জেলা বি এন পি’র মনোনয়ন নিয়ে প্রথম বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। মেহেরপুর জেলার ১৮ টি ইউনিয়নের মধ্যে মহাজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র ২ জন প্রার্থী হওয়ায় ওই ইউনিয়নে ২ প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে  ইউনিয়নের সাধারন ভোটাররা মনে করছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ২ চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রচার প্রচারনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন। এদিকে মহাজনপুর ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ৩১ টি বুথে আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩টি কেন্দ্রকে অতিরিক্ত ঝুকি পূর্ন এবং ৩ টি কেন্দ্রকে আংশিক ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা জয়ী হতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।