বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইভটিজিং প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 30, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায়  ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ জতীয় মহিলা আইনজিবী সমিতির উদ্দগ্যে গতকাল বুধবার  এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”পথে ঘাটে কর্মক্ষেত্রে মেয়েরা থাকবে নিরাপদে” এই ম্লোগানকে সামনে রেখে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের হলর“মে এক আলোচনা অনুষ্ঠিত হয়। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ এস এম জাফর আলী, পরিদর্শক(তদন্ত) সরদার বাবর আলী, এ্যাডভোকেট মন্জুরী বেগম ও এ্যাডভোকেট খন্দকার শাসম তানিম, সদস্য বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি। সাংবাদিক রফিকুল আলমের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন  মঈন-উল-আলম নির্বাহী পরিচালক,  সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা । অন্যান্যের মধ্যে শিক্ষক মুন্সী মোকদ্দেস আলী ও ছাত্রী রাবেয়া খাতুন বক্তব্য রাখেন। ইভটিজিং একটি সামাজিক সমস্যা বলে বক্তারা উল্রেখ করেন এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এর মূল উৎপাটন করার জন্য আহবান জানান। প্রধান অতিথি সভায় উপস্থিত ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনামূলক উপদেশ দেন এবং এ্যাডভোকেট মন্জুরী বেগম ইভটিজিং সম্বন্ধে আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি কেদারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।