টপ নিউজ

মুজিবনগরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের মত বিনিময়সভা

By মেহেরপুর নিউজ

May 07, 2019

মেহেরপুর নিউজ, ০৭ মে: মেহেরপুরের মুজিবনগরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের সাথে উপজেলা শিক্ষা কমিটির মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ইউআরসি ইনস্ট্রাকটর শাহেদ আহমেদ , সাংবাদিক ইয়াদুল মোমিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক অধিদপ্তরের উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক মাহাবুব চান্দু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার শিক্ষক ও সুপারভাইজের উ্দ্দেশে বলেন, প্রকল্পের আর এক মাস বাকি আছে। আপনরা দায়িত্বের সাথে বাকি সময়টা শেষ করবেন।যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পের উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে পরে শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের ২য় পর্বের উপকরণ বিতরণ করা হয়।