নির্বাচন

মুজিবনগরে একক, গাংনীতে ৬ বিদ্রোহীসহ জেলায় ১২ জন চেয়ারম্যান প্রার্থী

By মেহেরপুর নিউজ

February 26, 2019

মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি:

আগামী ২৪ মার্চ ৩য় ধাপে মেহেরপুরের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়া শেষ দিন। মুজিবনগরে চেয়ারম্যান পদে একক প্রার্থী সহ তিন উপজেলায় ১২ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ১২ জন মহিলা চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে গাংনী উপজেলাতে আওয়ামীলীগের ছয় জন বিদ্রোহী ¯^তন্ত্র প্রার্থী হিসেবে,বাংলাদেশ জাসদ ছাত্রলীগ থেকে একজন, ওয়ার্কাস পার্টি থেকে একজন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিএনপি বা জামায়াত থেকে কেউ নির্বাচে মনোনয়ন জমা দেননি। সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন জমা দিয়েছেন। তারা হলেন- মেহেরপুর শহর আওয়ামীলীগ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি নুরুস সাফা প্লাবন। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন। তারা হলেন- মতিয়ার রহমান, মোমিনুল ইসলাম, মাসুদ রানা, আব্দুল মালেক মোল্লা, আব্দুল হান্নান, শহিদুজ্জামান সুইট, রাশেদুজ্জামান, নিশান সাবের, আনারুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন। তারা হলেন-লতিফুন্নেসা লতা, শাহাজাদী খাতুন, সামুসুন্নাহার ঝুনু, রোকসানা কামাল। গাংনী উপজেলা: চেয়ারম্যান পদে নয়জন। তারা হলেন জেলা আওয়ামীলীগের সাধ্রাণ সম্পাদক দলীয় প্রার্থী এম এ খালেক, বাকি ছয় বিদ্রোহী প্রার্থী হলেন- জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, জেলা ওয়ার্কাস পার্টির সদস্য কমরেড আব্দুল মাবুদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাত জন। তারা হলেন- রাশেদুল হক, রবিউল ইসলাম , শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল বাশার, আবুল কালাম,, চায়েন আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- সেলিনা মমতাজ কাকুলী, রোকসানা খাতুন, ফারহানা ইয়াসমিন, শিরিনা খাতুন, চামেলি খাতুন। মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন জমা দিয়েছেন। তারা হলেন- রোকনুজ্জামান, খালেকুজ্জামান, বিএম জাহিদ হাসান, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন জমা দিয়েছেন। তারা হলেন- তকলিমা খাতুন, আফরোজা খাতুন, নাজমা খাতুন।