বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

March 18, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: মুজিবনগরের পল­ীতে এছরের এক এস এস সি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, মোবাইল নিয়ে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামূল (১৬) নিজ বাড়িতে বিষ পান করে। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে বল­ভপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন সন্ধ্যার দিকে চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের এস এস সি পরীক্ষার্থী এনামুলের মৃত্যুতে তার সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মুজিবনগরে পিকনিকে এসে স্কুল ছাত্রী ই টিজিং এর শিকার।। ভ্রাম্যমান আদালতে ইভটিজারকে এক হাজার টাকা জরিমানা মেহেরপুর মুজিবনগরে পিকনিকে এসে এক স্কুল ছাত্রী ইভ টিজিং এর শিকার হয়েছে। এতে স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মুজিবনগর উপজেলা প্রশাসক তাৎক্ষনিক ভাবে ইভটিজারকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলের দিকে। জানা যায়, কুষ্টিয়ার ওল্ড হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী সুমিতা ইসলাম মৌ (১৪) ঘটনার দিন স্কুল থেকে মুজিবনগর আম্রকাননে পিকনিকে আসে। পিকনিক শেষে বিকেল ৪ টার দিকে বাড়ি ফেরার জন্য তাদের বাসে না উঠে ভুল বশতঃ অন্য একটি বাসে উঠে। এ সময় তাকে একা পেয়ে বাসের হেলপার কুষ্টিয়া এলাকার ছেলে সোহেল (২৫) তাকে কুপ্রস্তাব দেয় ও এক পর্যায়ে শ­ীলতাহানীর চেষ্ঠা করে। এসময় স্কুল ছাত্রী মৌ চিৎকার দিলে আশপাশের লোকজন হেলপার সোহেলকে আটক করে মুজিবনগর থানা পুলিশে দেয়। পরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান ভ্রাম্যমান আদালতে ইভটিজার সোহেলকে এক হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় মুজিবনগর থানার ও সি এস এম ফিরোজ সেখানে উপস্থিত ছিলেন।