শিক্ষা ও সংস্কৃতি

মুজিবনগরে এসএসসি ১৯৯৭ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ সেপ্টেম্বর: হাসি আনন্দ, আলোচনা সমালোচনা সব মিলিয়ে এক বিন্দুতে মিলিত হয়ে সবাই সমস্বরে ঘোষনা দেয় “বন্ধু আমরা সবাই”।

নাই কোনো ভেদাভেদ, হিংসা বিদ্বেষ। কাধে কাধ মিলিয়ে বন্ধুত্বের জয়গানে এগিয়ে চলি আমরা সবাই। মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের গেট টুগেদার ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী মুজিবনগরের সুর্যোদয় গেষ্ট হাউজে ৯৭ ব্যাচের বন্ধুরা মিলিত হয় এক প্রাণের বন্ধনে। ডা. কাজল আলীর সভাপতিত্বে সংগঠণের গঠনতন্ত্র নিয়ে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যানেল লেখক সামস আল দিন সুমন গঠনতন্ত্রের প্রস্তাব তুলে ধরে তা সকলের মাঝে অবহিত করেণ। পরে সেই গঠন তন্ত্রের আলোকে ৭ সদস্য বিশিষ্ট গঠনত্রন্ত সংশোধন কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলো: ডা. কাজল আলী, আশেক খান, সামস আলদিন সুমন, ইয়াদুল মোমিন, নাহিদ রেজা,গোলাম মহিউদ্দিন হিমু, মীর সাদিক ওয়াহেদ নিয়ন, কামরুজ্জামান সোহেল । আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জনি,যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান প্রদিপ, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম ছোটন, রুপল, হিজবুল, মাসুম সোহেল, শাহিন বিশ্বাস, জিয়াউর রহমান প্রমুখ। পরে দুপুরে মধ্যাহ্ন ভোজ এবং সবশেষে র‌্যাফেল ড্র এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।