বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে এসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভা

By মেহেরপুর নিউজ

July 30, 2019

বেসরকারী সংস্থা এসকেএস ফাউণ্ডেশনের ওয়াশ ইন ইনষ্টিটিউশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান। সভায় প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা করেন প্রকল্প সমš^য়কারী মিজানুর রহমান আকন্দ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ব্যবহার বান্ধব ওয়াশ সুবিধা স্থাপিত হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোর পানি, পায়খানা, হাত ধোয়ার সুবিধা এবং কমিউনিটি ক্লিনিক ও বিদ্যালয়ের পরিচালনা দলের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ান আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, এসকেএস ফাউণ্ডেশনের প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, শারমিন আক্তার প্রমূখ।

 

# নিজস্ব প্রতিনিধি #