মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২৫ অর্থবছরের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল। উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক আজিজ।
প্রণোদনার আওতায় উপজেলার ১,১৩০ জন প্রান্তিক কৃষককে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার পেঁয়াজ চাষিকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও ১ কেজি বালাইনাশক প্রদান করা হয়েছে।
দেশীয়ভাবে পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনে উৎসাহ দিতে ৫০ জন চাষিকে ১৬০ কেজি করে বীজ পেঁয়াজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক বিতরণ করা হয়। পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০ জন চাষিকে এয়ার ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে।
শাকসবজি উৎপাদন বাড়াতে ৫ ধরনের শাকসবজির ২২৫ গ্রাম করে বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। অন্যদিকে, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১ হাজার কলা চাষির মধ্যে ১০ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি দস্তা, ১ কেজি বোরণ এবং ২ কেজি কীটনাশক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা।