রাজনীতি

মুজিবনগরে কৃষকলীগের সম্মেলন পন্ড

By মেহেরপুর নিউজ

June 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ জুন: মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার কৃষকলীগের সম্মেলন পন্ড করে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা কৃষকলীগের উদ্যোগে শুক্রবার মুজিবনগরের কেদারগঞ্জ মোড় এলাকায় উপজেলা কৃষকলীগের সম্মেলন হওয়ার কথা ছিলৈা। সে মতে সম্মেলনের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর স্থানীয় আওয়ামীলীগ নেতারা ঘটনাস্থলে পৌছে অবৈধ সম্মেলনের দাবি তুলে সম্মেলন পন্ড করে দেয়। এ সময় কৃষকলীগ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কৃষকলীগের নেতৃবৃন্দরা স্থান ত্যাগ করে।ঘটনার পরপরই মেহেরপুর জেলা আওয়ামীলীগ ও স্থানীয় আওয়ামীলীগ মুজিবনগর রেষ্ট হাউজে মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা অভিযোগ করেন বিভি বহিভূতভাবে তারা এ সম্মেলন করতে যাচ্ছিল। যা স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবহিত করেনি।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী বলেন, জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কাউকে কিছু না জানিয়ে সম্মেলন করার চেষ্টা করছিলো। মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়ার উদ্দিন বিশ্বাস বলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক, উপজেলা কৃষকলীগের আহবায়ক সদস্য সচিব এমনকি ৪ ইউনিয়নের চেয়ারম্যানরাও জানেন না যে এখানে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, আমরা সময় সুযোগ বুঝে সকলকে সাথে নিয়ে সম্মেলন করবো। এ সময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, পরিবেশ বিষয়ক সম্পাদক আইউব হোসেন,উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।