বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে কৃষক অপহরণ, পরে উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের একটি মুদি দোকান থেকে সামিকুল ইসলাম (৩৬) নামের এক কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ৬০ হাজার টাকার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। শনিবার রাতে এ ঘটনা ঘটে। অপহৃত সামিকুল ইসলাম মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের মৃত মফেজ উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের মুক্তি মিয়ার মুদি দোকানে গ্রামের কয়েকজনের সাথে বসেছিলেন সামিকুল ইসলাম। এ সময় মুখোশপরা অস্ত্রধারী কয়েকজন সেখানে গিয়ে সামিকুলের পরিচয় নিশ্চিত হয়ে তাকে তুলে নিয়ে মাঠের দিকে চলে যায়। এ সময় গ্রামবাসীরা প্রতিরোধ করার চেষ্টা করলে তারা একটি বোমা নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারের অভিযান চালায়। এক পযার্য়ে রাত তিনটার দিকে গ্রামের একটি মাঠে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। তবে পরিবার ও স্থানীয়দের দাবি ৬০ হাজার টাকার বিনিময়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সামিকুল ইসলামের চাচাত ভাই কেসমত আলী জানান, অপহরণের দুই ঘন্টা পর রাত সাড়ে ১০টার দিকে তার মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেলে রাতেই হত্যার হুমকি দেয়া হয়। তিনি আরো জানান, বেশ কিছুদিন ধরেই সামিকুলের মোবাইলে অজ্ঞাত সন্ত্রাসীরা বিভিন্ন পরিচয়ে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা পরিশোধের সামর্থ্য নেই বলেও জানায় সামিকুল। এ ঘটনার জের ধরে তাকে অপহরণ করা হয় বলে ধারণা পরিবারের। পরে তাদের প্রেক্ষিতে দরকষাকরি করে ৬০ হাজার টাকা তাদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌছে দিলে তারা সামিকুলকে মুক্তি দেয় বলে দাবি করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাত তিন টার দিকে ৬০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে সামিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, মাঠের তিন দিক থেকে সামিকুলকে উদ্ধারে অভিযান চালানো হয়। পরে তারা পুলিশের অভিযান টের পেয়ে তাকে রেখেই পালিয়ে যায় অপহরণকারীরা। তিন বলেণ সামিকুল গরীব মানুষ তার টাকা দেওয়ার সামর্থ্য নাই। তার একটি পাকা বাড়ি রয়েছে। এই ভেবেই অপহরকারীরা তার কাছে থেকে মুক্তিপণ আদায় করার চেষ্টা করেছিল। তবে মুক্তিপণ দিয়ে উদ্ধারের কথা সঠিক নয় বলে তিনি জানান।