মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান :
মুজিবনগরে গলাই ফাঁস দিয়ে সৈকত মন্ডল (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সৈকত মন্ডল মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর পূর্ব পাড়ার মৃত, ডিউক শ্যামল মন্ডল ওরেফে বাপ্পির ছেলে।
সোমবার দিবাগত রাত বারোটার পর থেকে দুপুর ১ টার ভিতর যে কোন সময় তার নিজ ঘরে বাঁশের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে যানায় স্থানীয় লোকজন ও পুলিশ।
স্থানীয়রা জানান মৃত সৈকত মন্ডল ঘরে একাই থাকত মঙ্গলবার দুপুর ১ টার দিকে পাশের বাড়ির লোকজন ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে বাড়ির পাশের লোকজন মুজিবনগর থানা পুলিশকে খবর দেয় । মুজিবনগর থানা পুলিশ জানার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, ঘটনা শোনার পর পরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। আত্মহত্যার বিষয়ে কোন ধরনের সন্দেহ নাই। এবং পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে পরিবারের পক্ষ থেকে দাফন করার অনুমতি চাইলে জেলা প্রশাসক ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমোদন দেন। পরে আমরা জেলা প্রশাসক অনুমতি ক্রমে তাদের লাশ দাফনের ব্যাবস্থা করতে বলি।
আত্মহত্যার ঘটনা শোনার পর মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি ও সার্কেল এসপি মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।