অন্যান্য

মুজিবনগরে গাঁজা বিক্রেতাকে ২ মাসের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

November 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর:

মেহেরপুরের মুজিবনগরে গাঁজা বিক্রেতা বাবলু হোসেন (৩৫) কে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।এর আগে সকালে তাকে নাশকতার মামলায়ও জামায়াত কর্মী হিসেবে আটক দেখানো হয়। বাবলু হোসেন মুজিবনগর উপজেলার টেংরামরী গ্রামের মহিববার হোসেনের ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার  অরুন কুমার মন্ডল  বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাবলু হোসেনকে গাঁজা বিক্রি ও মজুদের অভিযোগেএ দন্ডাদেশ দেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মন্ডল জানান, মাদক আইনে দোষী প্রমানিত হওয়ায় তাকে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে রাতে মুজিবনগর থানার সহকারী উপপরিদর্শক তাহেরুল বাবলু হোসেনকে ৮গ্রাম গাঁজা আটক করেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, বাবুলকে এর আগে নাশকতার মামলায়ও আটক দেখানো হয়েছে।