বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ঘর করে দেয়ার নামে প্রতারক চক্র কোটি টাকা নিয়ে উধাও

By মেহেরপুর নিউজ

March 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বীমা কোম্পানীর অফিসের আড়ালে প্রতারকচক্র ইউ এন ডি পি’র নাম ভাঙিয়ে গরীব ও অসহায় মানুষের সাথে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় মুজিবনগর থানা পুলিশ প্রতারক চক্রের প্রধানকে থানায় নিলেও রহস্যজনক কারনে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, মুজিবরগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ভাড়া বাড়িতে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির জনপ্রিয় বীমার সাইন বোর্ড টানিয়ে গত ৬ মাস ধরে শাখা ব্যবস্থাপক কবির ইউ এন ডি পি’র নাম ভাঙিয়ে এলাকার দু’শতাধিক গরীব ও অসহায় মানুষের ঘর তৈরির নামে ৫০/৬০ হাজার টাকা করে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। অভিযোগ পেয়ে মুজিবনগর থানা পুলিশ গত ২১ মার্চ জনপ্রিয় বীমার ব্যবস্থাপক কবিরকে  থানায় নিলেও রহস্যজনক কারনে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছে। গত ২২ মার্চ থেকে প্রতারক কবির উধাও হয়েছে। এঘটনার সাথে বীমা কোম্পানিটির কর্মচারী উপজেলার কেদারগঞ্জ বাজারের শাহাজানের পিতা নজরুল ইসলাম ও কেদারগঞ্জ বাজারের অনিক স্টুডিও’র মালিক আব্দুস সালামের নাম উঠে এসেছে।