করোনাভাইরাস

মুজিবনগরে চায়ের দোকানে অভিযান চালিয়ে টেলিভিশন ও ক্যারামবোর্ড অপসারণ

By মেহেরপুর নিউজ

March 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালিয়ে টেলিভিশন ও ক্যারামবোর্ড অপসারণ করা হয়েছে।

বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে গণজমায়েত বন্ধ সহ চায়ের দোকানগুলোতে আড্ডা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তার পরেও বেশ কিছু এলাকায় চায়ের দোকান সহ অন্যান্য দোকানে ক্যারামবোর্ড এবং টেলিভিশন চালিয়ে সেখানে লোকসমাগম করে থাকে, বিষয়টি জানতে পেরে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওসমান গনির নেতৃত্বে মুজিবনগরের কেদারগঞ্জ ভবেরপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

সেখান থেকে কয়েকটি টেলিভিশন অপসারণ করা হয় এবং বেশকিছু ক্যারামবোর্ড ভেঙে ফেলা হয়। তার দোকানে অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জানান।