বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জাতীয় পতাকার অবমাননা করায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ মার্চ : মেহেরপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য শাহীনের নিজ গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে পতাকার অবমাননা করার দায়ে সুষ্ট বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয়রা জনগন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে যোগ দেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য দিলিপ বিশ্বাস, ৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন, ৬নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস, ৮নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম, ৭নং সাবেক ওয়ার্ড সসদস্য সোনাল উদ্দীনসহ ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও সাধারন মানুষ। পরে বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শাহীন তার গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে রাষ্ট্র ও জাতীয় পতাকার অবমাননা করেছে। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা আরো বলেন, সে প্রকাশ্যে এলাকায় বলেছে শেখ হাসিনা যদি গাড়ীতে পতাকা লাগাতে পারে আমি কেন পারবো না, মন্ত্রীরা যদি পতাকা লাগায় তাহলে আমিও পতাকা লাগাবো। শাহীনের নামে ভুয়া মেজর পরিচয়ের অনেক অভিযোগ আছে। । এমন এক প্রতারক, ভন্ড, চরিত্রহিন শাহীনের এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সঠিক বিচার করার দাবী জানানো হয়। উল্যেখ্য গত ২২ই  ফেব্রুয়ারী জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন তার নিজ গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে মেহেরপুর জেলা পরিষদের দিকে যাচ্ছিল সে অবস্থায় কেদারগঞ্জ বাজারের লোকজন ও এফ এম বাজারের সিসি ক্যামরায় জাতীয় পতাকা লাগানো অবস্থায় তার গাড়ী দেখতে পাওয়া যায়।