জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ জুলাই: মুজিবনগরে র‍্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।র‌্যালীতে জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন শাহীন, মুজিবনগর থানার এস আই সুব্রত কুমার পাল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্য চাষী,জেলে এবং সাধারণ জনগন অংশ নেয়।

পরে পরিষদ মিলানায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ্ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান,যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।