অন্যান্য

মুজিবনগরের ভবানীপুরে ডাকাতি ।। ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

By মেহেরপুর নিউজ

April 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৎস্য চাষী রফিকুল ইসলামের বাড়িতে দূধর্ষ ডাকাতী সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির প্রধান গেট ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  শুক্রবার ভোর রাত ৪ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা রফিকুল ইসলাম জানান, ২০/২৫ জনের শসস্ত্রর ডাকাত দল বাড়ির প্রধান গেট ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। খবর পেয়ে রাতেই মুজিবনগর থানার পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুজিবনগর থানার ওসি আসলাম খাঁন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইন শৃংখলা রক্ষায় ও ডাকাতি প্রতিরোধে পুলিশ সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।