করোনাভাইরাস

মুজিবনগরে ডাক্তার ও স্বাস্থ্যককর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 02, 2020

মেহেরপুর নিউজ:

মুজিবনগরে করোনাভাইরাস প্রতিরোধ এবং সুরক্ষিত ভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য ডাক্তার ও স্বাস্থ্যককর্মীদের মাঝে ppe (personal protection equipment) বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে এ সমস্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের রুমে এসব সামগ্রী বিতরণ করেন মুজিবনগর নির্বাহী অফিসার উসমান গনি।

এ সময় উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ, উপজেলার ৬ জন ডাক্তার ও ১১ জন স্বাস্থ্যকর্মীরকে পিপিই, হাতের গ্লোবস, মাক্সসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।