বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে তথ্য আইন বিষয়ক জন অবহিতকরণ সভা

By মেহেরপুর নিউজ

March 12, 2017

মেহেরপুর নিউজ,১২ মার্চ: মেহেরপুরের মুজিবনগরে ২০০৯ সালের তথ্য আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল মান্নান কবীর, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন উপোজেলা কৃষি অফিসার মোহা: মোফাখারুল ইসলাম, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স। মুজিবনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা,ইউপি সদস্য ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন অংশগ্রহণ করেন।